বিদেশ ফেরতদের ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক: মন্ত্রিসভা
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে বিদেশ ফেরতদের ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে সাংবাদিকদের জানান, বিদেশ ফেরতদের দুই সপ্তাহের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে। সম্প্রতি বিদেশ থেকে আসায় রংপুর বিভাগীয় কমিশনারকে ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। দেশে ফেরার পরই তাকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।
তিনি আরও জানান, কোয়ারেন্টিনের নিয়মের লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হচ্ছে। কেউ কোন রোগীর মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত হলে তার বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সরকারের শীর্ষ আমলা জানান, স্কুল কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো শিক্ষার্থী বাড়ির বাইরে ঘোরাফেরা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, সারাদেশে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন ও মসজিদের ইমামদের প্রতি ইতিমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে। জর, সর্দি ও ঠান্ডা জনিত রোগ নিয়ে অফিসে না আসতে সরকারি কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে।
Comments