প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত করল বিসিবি
ক্রীড়া প্রতিমন্ত্রী পরিষ্কার ঘোষণা দিয়েছেন দেশে সব ধরনের খেলাধুলা বন্ধ থাকবে ৩১ মার্চ পর্যন্ত। কিন্তু বিসিবি ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ স্থগিত করেছে ১৯ মার্চ পর্যন্ত। তবে এরপরে সরকারের নির্দেশ মেনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় ক্রিকেট বোর্ড।
সোমবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনের খেলার মধ্যেই আসে সরকারের সিদ্ধান্ত। জানানো হয় করোনাভাইরাসের উদ্বেগজনক পরিস্থিতিতে ফুটবল, ক্রিকেট, দাবা, হকিসহ সব খেলাই আপাতত থাকবে বন্ধ। ৩১ মার্চ পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে নেওয়া হবে পরের সিদ্ধান্ত।
এর খানিক পর সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে নিজের অবস্থান জানায় বিসিবি। তারা জানায়, ১৮ ও ১৯ মার্চ কেবল দ্বিতীয় রাউন্ডের খেলাই আপাতত স্থগিত করা হচ্ছে। দেশের স্বাস্থ্য ও নিরাপত্তার ঝুঁকি মাথায় নিয়ে এরপরের সূচি নিয়ে ভাবা। পরিস্থিতি মাথায় নিয়েই করা হবে সূচি পুনর্বিন্যাস।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপের কারণে পৃথিবীর প্রায় সব ক্রীড়া ইভেন্টই বন্ধ হয়ে গেছে। এই সময়ে চলা ঢাকা প্রিমিয়ার লিগও ছিল শঙ্কায়। শেষ পর্যন্ত দুই দিনে ছয় ম্যাচ পর বন্ধ হয়ে গেল দেশের ঘরোয়া ক্রিকেটে একমাত্র ৫০ ওভারের টুর্নামেন্ট।
Comments