গাজীপুরে কোয়ারেন্টিন থেকে আরও ৪ জন হাসপাতালে

kuwait-bangladesh_friendship_govt_hospital
ছবি: প্রবীর দাস

গাজীপুরের পূবাইল এলাকায় মেঘডুবি ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কোয়ারেন্টিনে থাকা ইতালি ফেরত আরও চার জনকে ঢাকায় পাঠানো হয়েছে। শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়ায় আজ মঙ্গলবার ভোর রাতে তাদের উত্তরা এলাকায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে রবিবার চার জনকে ওই হাসপাতালে নেওয়া হয়। মেঘডুবি হাসপাতাল থেকে এ নিয়ে মোট আট জনকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নেওয়া হলো।

গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, গত ১৪ মার্চ রাতে মেঘডুবি ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ইতালি ফেরত ৪৮ বাংলাদেশি নাগরিককে কোয়ারেন্টিনে রাখা হয়। এর মধ্যে আট জনকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পাঠানো হয়। মেঘডুবি ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র ছাড়াও গাজীপুর সদর উপজেলায় তিন জন এবং কালীগঞ্জ, শ্রীপুর ও কাপাসিয়া উপজেলায় ১ জন করে মোট ৬ জন প্রবাসী হোম কোয়ারেন্টিনে আছেন।

গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে গাজীপুর জেলা প্রশাসন পর্যবেক্ষণে থাকা ব্যক্তিদের পুষ্টিকর খাদ্য, বিশুদ্ধ পানীয়, চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় সেবা দিচ্ছে। গাজীপুরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে।

গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, মেঘডুবি ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন মেডিকেল অফিসার, দুই জন সাব-অ্যাসিসট্যান্ট মেডিকেল অফিসার ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সব সময় দায়িত্ব পালন করছেন।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

4h ago