দুই বিদেশি নাগরিককে বিমানবন্দর থেকে ‘পুশ ব্যাক’
বিনা ভিসায় বাংলাদেশে আসা দুই বিদেশি নাগরিককে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এদের একজন যুক্তরাষ্ট্রের নাগরিক ও অন্যজন আইভোরি কোস্ট থেকে এসেছিলেন।
বিদেশ থেকে আসা লোকজনের মাধ্যমে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা শনাক্ত হওয়ার পর ১৫ মার্চ অন এরাইভাল ভিসা সুবিধা স্থগিত করার ঘোষণা দেয় বাংলাদেশ। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই সুবিধা স্থগিত থাকবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল-আহসান জানান, যে বিমান সংস্থার মাধ্যমে ওই দুই বিদেশি নাগরিক এসেছিলে সেই সংস্থার বিমানেই তাদের ফেরত পাঠানো হয়েছে।
Comments