দক্ষিণ-পূর্ব এশিয়ায় জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার
নতুন করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই অঞ্চলের দেশগুলোতে এখন পর্যন্ত অন্তত কোভিড-১৯ আক্রান্ত ৪৮০ জন চিহ্নিত হয়েছেন, মারা গেছেন আট জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিংহ বলেন, ‘পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে। আরও বেশি মানুষ সংক্রমিত হওয়ার আগে আমাদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’
অতিদ্রুত ভাইরাসটি এ অঞ্চলে ছড়িয়ে পড়ছে বলেও আশঙ্কা করছেন তিনি। ‘ভাইরাস ছড়ানোর গতিবিধি অনুযায়ী আরও অনেক মানুষ ঝুঁকিতে রয়েছেন। এর বিস্তার রোধে সর্তকতা ও নজরদারি বাড়ানো হলেও ভাইরাসটি প্রতিরোধের জন্য সম্মিলিতভাবে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’
আক্রান্তের সংখ্যা বিবেচনা করলে কিছু দেশে অতি দ্রুত ভাইরাসটি ছড়িয়ে পড়ছে। তিনি বলেন, ‘এটা স্পষ্ট যে, আমাদের আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।’
দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের মধ্যে আট দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। থাইল্যান্ডে ১৭৭ জন, ইন্দোনেশিয়ায় ১৩৪ জন, ভারতে ১২৫ জন, শ্রীলংকায় ১৯ জন, মালদ্বীপে ১৩ ও বাংলাদেশে ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
Comments