করোনাভাইরাস উপসর্গ থাকলে মসজিদে যাবেন না: ইসলামিক ফাউন্ডেশন
দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে, যারা বিদেশ থেকে এসেছেন এবং জ্বর, হাঁচি-কাশির মতো করোনাভাইরাসের লক্ষণ রয়েছে তাদের মসজিদে না যাওয়া ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
আজ মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারির রূপ নেয়ায়, দেশে বিশেষ অবস্থা বিরাজ করছে।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ চলাচল স্থগিত করা হয়েছে।
বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বাড়ছে। প্রতিদিন নতুন রোগীর সংখ্যাও বাড়ছে।
সর্তকতামূলক পদক্ষেপ হিসেবে, সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে, জনসমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
এই অবস্থায়, ইসলামিক ফাউন্ডেশন বিদেশফেরত ও করোনাভাইরাসের লক্ষণ রয়েছে এমন কাউকে মসজিদে না যাওয়ার পরামর্শ দিয়েছে বলে জানানো হয়।
এছাড়াও করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে জনসচেতনতায় ইমামদের বিষয়টি নিয়ে আলোচনা করার পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
Comments