ফ্রান্স থেকে ফিরেই বিয়ে, কোয়ারেন্টিনে নবদম্পতি

ফ্রান্স থেকে দেশে ফিরে ১৪ দিন ‘হোম কোয়ারেন্টিন’ না থেকে বিয়ে করে বিপাকে পড়েছেন হবিগঞ্জের এক নবদম্পতি। খবর পেয়ে তাদের বৌভাত অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। দম্পতিকে ‘হোম কোয়ারেন্টিনে’ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ফাইল ছবি

ফ্রান্স থেকে দেশে ফিরে ১৪ দিন ‘হোম কোয়ারেন্টিন’ না থেকে বিয়ে করে বিপাকে পড়েছেন হবিগঞ্জের এক নবদম্পতি। খবর পেয়ে তাদের বৌভাত অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। দম্পতিকে ‘হোম কোয়ারেন্টিনে’ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

হবিগঞ্জের লাখাই উপজেলার করাব গ্রামে মঙ্গলবার তাদের বৌভাত অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্চিতা কর্মকার জানান, ওই প্রবাসী গত ১১ মার্চ ফ্রান্স থেকে দেশে আসেন। এরপর দুই সপ্তাহ পর্যন্ত তার বাধ্যতামূলক ভাবে হোম কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও সোমবার তিনি বিয়ে করেন।

বিষয়টি জানতে পেরে আজ সকালে করাব গ্রামে গিয়ে স্ত্রীসহ তাকে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয় উপজেলা প্রশাসন।

একই সঙ্গে বৌভাত অনুষ্ঠানও বাতিল করা হয়েছে, জানান তিনি।

Comments

The Daily Star  | English

Intense traffic grips Dhaka as polytechnic students block Satrasta Mor

Hundreds of students gathered in the intersection around 11:30am, said a traffic sergeant of the area.

8m ago