করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে আটক ১

গাজীপুরের শ্রীপুরে করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী দ্য ডেইলি স্টারকে জানান, করোনাভাইরাসে আক্রান্ত এক শিক্ষক শ্রীপুর হাসপাতালে চিকিৎসা না পেয়ে সন্তানদের নিয়ে ঘরের দরজা বন্ধ করে রেখেছেন-- ফেসবুকে এমন গুজব ছড়ানোর অভিযোগে আনোয়ার নামের একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হবে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস জানান, ‘শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এ ধরনের কোনো রোগী আসেননি। হাসপাতালে সব ডাক্তারই উপস্থিত আছেন। গুজবের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশকে জানানো হলে পুলিশ আনোয়ারকে আটক করে।’
গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম জানান, গাজীপুরের মেঘডুবি মা ও শিশু কল্যাণ কেন্দ্র হাসপাতালে ইতালি ফেরত ৪০ জন কোয়ারেন্টাইনে রয়েছেন। আট জনের দেহের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়ায় পরীক্ষার জন্য তাদেরকে ঢাকার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
সিভিল সার্জন খায়রুজ্জামান জানান, ‘এখন পর্যন্ত গাজীপুরের বিভিন্ন উপজেলায় একজন প্রধান শিক্ষিকাসহ ১০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা প্রত্যেকেই নজরদারিতে আছেন।’
Comments