সিলেটে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু
সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন।
আজ বুধবার ভোর ৬টার দিকে মহাসড়কের পাড়ুয়া পয়েন্ট এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহত সিএনজি চালক মতিন মিয়া সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বুড়িদেও গ্রামের নূর উদ্দিনের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সজল কুমার কানু জানান, সিলেট থেকে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জগামী ‘সাদা পাথর পরিবহন’ এর একটি বেপরোয়া বাসের সঙ্গে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশাটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় চালক মতিন মিয়াকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সকাল ১০টার দিকে স্থানীয়রা ও অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্য আশ্বস্ত করলে তারা অবরোধ প্রত্যাহার করে নেন।
Comments