করোনাভাইরাস: চীনে বাড়ছে বিবাহ বিচ্ছেদ
করোনাভাইরাসের প্রভাবে চীনে বিবাহ বিচ্ছেদের হার উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে বলে দেশটির রেজিস্টার অফিসগুলো জানিয়েছে।
আজ বুধবার ডেইলি মেইলের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
চীনের দক্ষিণ-পশ্চিম সিচুয়ান প্রদেশের বিবাহ রেজিস্ট্রি ব্যবস্থাপক লু শিজন বলেছেন, গত ২৪ শে ফেব্রুয়ারির পর থেকে ৩০০ জনেরও বেশি দম্পতি বিবাহ বিচ্ছেদের সিদান্ত নিয়েছেন।
চীনের কর্মকর্তারা মনে করেন, করোনাভাইারাসের প্রভাবে দীর্ঘদিন কোয়ারিন্টিনে থাকার কারণে এই বিচ্ছেদের প্রবণতা বৃদ্ধি পেয়েছে।
লু বলেন, বর্তমানে বেশিরভাগ মানুষ ঘরে বসে সময় কাটাচ্ছেন। ফলে তারা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়ে পড়ছে এবং বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিচ্ছে।
উত্তর-পশ্চিমাঞ্চলের শানসি প্রদেশের বিবাহ নিবন্ধন অফিস মার্চ ১ তারিখ থেকে খোলা শুরু হয়ে। এরপর থেকেই সেখানে নজিরবিহীনভাবে বিবাহবিচ্ছেদের আবেদন জমা পড়েছে।
Comments