বাংলাদেশে করোনায় প্রথম মৃত্যু, আরও ৪ জন শনাক্ত
বাংলাদেশে করোনায় আক্রান্ত এক জন মারা গেছেন ও নতুন করে আরও চার জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
আজ বুধবার আইইডিসিআর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
সেব্রিনা ফ্লোরা বলেন, এটা আমাদের জন্য দু:সংবাদ বাংলাদেশে আক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন। তিনি একজন বয়স্ক ব্যক্তি ছিলেন, সত্তরে উপরে তার বয়স। তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনির সমস্যাসহ অন্যান্য রোগে ভুগছিলেন। তিনি উচ্চ ঝুঁকির মধ্যে ছিলেন।
তিনি আরও জানান, ‘বাংলাদেশে নতুন করে চার জন আক্রান্ত হয়েছেন। এদের একজন নারী ও তিন জন পুরুষ। এক জন পূর্বে আক্রান্ত পরিবারের সদস্য। বাকি তিন জন বিদেশ থেকে ভ্রমণ করে এসেছেন। তারমধ্যে দুজন ইতালি ও এক জন কুয়েত থেকে এসেছেন।’
সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৪৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি। এ পর্যন্ত নমুনা সংগ্রহ করে ৩৪১ জনের পরীক্ষা করা হয়েছে। কোভিড-১৯ রয়েছে এমন সন্দেহভাজন ১৬ জনকে আইসোলনে রাখা হয়েছে।
Comments