২৪ ঘণ্টায় চীনে আক্রান্ত শূন্য, মৃত ৮
করোনাভাইরাসের মহামারী আকারে ছড়িয়ে পড়ার পরে প্রথমবার গত ২৪ ঘণ্টায় নতুন কাউকে শনাক্ত করা হয়নি বলে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে।
আজ বৃহস্পতিবার চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য উল্লেখ করেছে।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বলেছে, ভাইরাসের কেন্দ্রস্থল হুবেই প্রদেশেও নতুন করে কেউ আক্রান্ত হননি। যে ৩৪ জন চীনা নাগরিকের আক্রান্তের খবর পাওয়া গেছে। তাদের সবাই দেশের বাইরে।
মৃত্যুর সংখ্যা একক অঙ্কে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় ৮ জন মারা গেছেন এবং মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৩ হাজার ২৪৫ জনে। সন্দেহভাজন ২৩ জনক শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৯২৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭০ হাজার ৪২০ জন।
চীন মহামারী কাটিয়ে উঠলেও ইউরোপের দেশগুলোতে দ্রুত ছড়াচ্ছে এই ভাইরাস। সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইতালিতে ৩ হাজার ৫২৬ জন, জামানিতে ৪ হাজার ৭০ জন এবং স্পেনে ৪ হাজার ৭১৯ জন আক্রান্ত হয়েছেন। এর বাইরে যুক্তরাষ্ট্র ১ হাজার ৮৭৫ জনের আক্রান্তের তথ্য নিশ্চিত করেছে।
Comments