শেয়ারবাজারে লেনদেনে বিলম্ব
কারিগরি ত্রুটির কারণে শেয়ারবাজারে লেনদেন শুরু করতে পারেনি ঢাকা স্টক এক্সচেঞ্জ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ডিএসইর লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও দুপুর সাড়ে ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তা শুরু করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নাম প্রকাশ না করার শর্তে ডিএসইর এক শীর্ষ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, সার্কিট ব্রেকার বদলাতে গিয়ে এই বিলম্ব হচ্ছে।
তিনি আরও জানিয়েছেন, আগে কোনো শেয়ারের দাম যাতে ১০ শতাংশের নিচে নামতে না পারে তাই সার্কিট ব্রেকার ব্যবহার করা হতো।
এখন কোনো শেয়ারের দাম যাতে গত পাঁচ দিনের গড় হিসাবের নিচে নামতে না পারে তাই নতুন করে সার্কিট ব্রেকার ব্যবহার করা হচ্ছে।
দুপুর ১টার দিকে শেয়ার লেনদেন শুরু করার কথা থাকলেও সেসময় তা শুরু হতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ডিএসই কর্মকর্তা।
ডিএসই গতকাল সিদ্ধান্ত নেয় শেয়ারবাজারে লেনদেন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলবে।
Comments