শার্শায় হোম কোয়ারেন্টিন মানছেন না ৪ প্রবাসী
ইতালি ও সংযুক্ত আরব আমিরাত থেকে যশোরের শার্শা উপজেলায় ফেরা চার জন মানছেন না হোম কোয়ারেন্টিন।
ইতালি থেকে শার্শার টেংরা গ্রামের আব্দুর রশিদ, নাভারনের শাহীন হোসেন ও শামীম হোসেন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে নাজির আহম্মেদ সম্প্রতি দেশে ফিরেছেন।
গত মঙ্গলবার উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা তাদের বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেন। তবে তা মানছেন না এই চার প্রবাসী। স্বাভাবিকভাবেই তারা মিশছেন পরিবারের সদস্য ও বাড়িতে বেড়াতে আসা আত্মীয়দের সঙ্গে।
প্রতিবেশী ও স্থানীয়রা জানান, তারা বাড়িতে এসেই মিশেছেন সবার সঙ্গেই। যাচ্ছেন স্থানীয় বাজারেও। ফলে বাড়ছে ঝুঁকি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল জানান, করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও বিদেশ ফেরতদের নজরদারিতে আনাসহ বিভিন্ন সংগঠনকে নিয়ে কাজ করে যাচ্ছেন তারা। সবাইকে সতর্ক ও সজাগ থেকে ধৈর্য ধরে করোনা মোকাবেলার পরামর্শও দেন তিনি।
Comments