বিদেশ ফেরতদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের নির্দেশ হাইকোর্টের
বিদেশ ফেরত প্রবাসীদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করতে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।
আদালত এদিন একটি রিট আবেদনের জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়কে বিদেশ ফেরতদের উপর কঠোর নজরদারি ও কোয়ারেন্টিনের শর্ত মেনে চলা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
এছাড়া, তাদের পরীক্ষা ও যথাযথ চিকিৎসার জন্য সরকারের প্রতি নির্দেশ দেন আদালত।
গত ১৫ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ ওই রিট আবেদন করেন।
Comments