খেলোয়াড়, কর্মকর্তাদের বাসা থেকে না বেরুতে বলছে বিসিবি
খেলা তো বন্ধই। কিন্তু দাপ্তরিক কাজ আর ব্যক্তিগত অনুশীলন ছিল চালু। এবার সেটাও বোধহয় আর হচ্ছে না। অনির্দিষ্ট সময়ের জন্য সব ধরনের ক্রিকেট বন্ধের ঘোষণার সময় বিসিবি প্রধান নাজমুল হাসান জানিয়েছেন, খেলোয়াড় কর্মকর্তাদের এখন বাসায় থাকতে বলা হয়েছে। খুব জরুরী প্রয়োজন ছাড়া যেন কেউ না বের হন।
গত সোমবারই ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ এক রাউন্ডের জন্য স্থগিত রেখেছিল বিসিবি। বৃহস্পতিবার মিরপুরে এসে সভা পরে বোর্ড প্রধান সেই স্থগিতাদেশের সময়সীমা অনির্দিষ্ট করে দিয়েছেন।
তবে শুধু খেলাই বন্ধ না। বাসা থেকে বের না হতেও থাকছে বিসিবির গাইডলাইন। ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের অফিস বন্ধ করে দাপ্তরিক কাজ বাসা থেকে করতে বলেছে কর্মীদের। বিসিবিও এই পথে হাঁটছে কিনা জানতে চাইলে বোর্ড প্রধানের কথা, পুরোপুরি লকডাউন না হলেও সবাইকেই বাসায় থাকার পরামর্শ দিয়েছেন তারা, ‘ওটা আপনারা দেখতে পাবেন। প্রতিদিন পরিস্থিতি বদলাচ্ছে। এখন একটা বলব, পরে আরেকটা তা তো হয় না। আমরা নিজেরাই সতর্ক হবো। আপাতত লিগ বন্ধ করেছি। এবং যা করা দরকার করা হবে। এটা শুধু আমাদের জন্য না, সকলের জন্য একতা কথা যে জিনিসটাকে হালকা করে নেওয়ার কোন সুযোগ নেই। কাজেই আমাদের সচেতন হতে হবে। যতটুকু সম্ভব বাসা থেকে না বেরুতে বলা হয়েছে। জরুরী ছাড়া খেলোয়াড় এবং বোর্ডে যারা আছে তাদের বাসা থেকে না বেরুনোর কথা বলা হয়েছে।’
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস কোভিড-১৯ এর কারণে এরমধ্যে বিশ্বের অনেক দেশই অবরুদ্ধ হয়ে পড়েছে। বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। অফিস আদালত চালু থাকলেও মানুষের চলাচল সীমিত হয়ে আসছে। বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ ১৭ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এরমধ্যে একজন বয়স্ক ব্যক্তির মারাও গেছেন।
Comments