ব্যবসায় ধস, বেতন ছাড়া ছুটিতে এয়ার ইন্ডিয়ার কর্মীরা
করোনাভাইরাসের প্রভাবে বাণিজ্য ঘাটতির মুখে কর্মীদের বিনা বেতনে ছুটিতে পাঠিয়েছে ভারতের সরকারি এয়ারলাইন্স প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়া।
আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটটিনের প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাপক বাণিজ্যিক ঘাটতির মুখে পড়েছে এয়ার ইন্ডিয়া। ফলে প্রতিষ্ঠানটি কিছু কর্মী কমানোর সিন্ধান্ত নিয়েছে।
এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ কিছু কেবিন ক্রকে বিনা বেতনে ছুটিতে যাওয়ার নোটিশ দিয়েছে।
শুধু এয়ার ইন্ডিয়া নয় করোনাভাইরাসের প্রভাবে সারাবিশ্বের এয়ারলাইন্স বাণিজ্য হুমকির মুখে আছে। ইতোমধ্যে ব্যবসা বন্ধ করেছে যুক্তরাজ্যের এয়ারলাইন্স প্রতিষ্ঠান ফ্লাইবি। এছাড়া অনেকে দেশের এয়ারলাইন্স প্রতিষ্ঠান তাদের কর্মচারীদের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে।
Comments