করোনা: ২০১ গম্বুজ মসজিদে জুমার নামাজ স্থগিত
করোনাভাইরাস মোকাবিলা ও সংক্রমণ রোধে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ২০১ গম্বুজ মসজিদে জুমার নামাজ স্থগিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার মসজিদটির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি রূপ নিয়েছে। হাজার হাজার মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ২০১ গম্বুজ মসজিদে সাময়িকভাবে জুমার নামাজ স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে আবার জুমার নামাজ হবে।
উল্লেখ্য, চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া এ প্রাণঘাতি ভাইরাসে ইতোমধ্যে বাংলাদেশে ১৮ জন আক্রান্ত হয়েছেন। একজনের মৃত্যু হয়েছে।
Comments