ঢাকা-রাজশাহী বাস চলাচল বন্ধ
রাজধানী ঢাকার সঙ্গে রাজশাহীর বাস চলাচল বন্ধ হয়ে গেছে। করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে অনির্দিষ্টকালের জন্য রাজধানীর সঙ্গে বিভাগীয় শহরটির বাস চলাচল বন্ধ থাকবে।
রাজশাহী পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউল হক দ্য ডেইলি স্টারকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা থেকে রাজশাহী এবং রাজশাহী থেকে ঢাকার মধ্যে কোনো বাস চলাচল করবে না।
তবে ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চলের অন্যান্য জেলার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
Comments