নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কমিটি
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে মানিকগঞ্জে বাজার মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় এই কমিটি গঠন করা হয়।
জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, করোনাভাইরাসের কারণে ব্যবসায়ী বা ক্রেতারা যেন পণ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেই লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। সাপ্তাহিক সরকারি ছুটির দিন শুক্রবার ও শনিবার ছাড়া বাকি পাঁচ দিন কমিটির সদস্যরা বাজার মনিটরিং করবেন।
মোট ১০ সদস্য বিশিষ্ট কমিটিতে আছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (শস্য), বিআরডিবি’র উপপরিচালক, বিএডিসি’র জ্যেষ্ঠস্থানীয় সহকারী পরিচালক (বীজ) ও সহকারী পরিচালক (বীজ), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, জেলা তথ্য কর্মকর্তা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এবং জেলা বাজার অনুসন্ধানকারী— বলেন এস এম ফেরদৌস।
Comments