বাগেরহাটে বিদেশফেরত ৩৩০০, কোয়ারেন্টিনে ২৫৫
বাগেরহাটে বিদেশফেরত ৩ হাজার ৩০০ জনের মধ্যে ২৫৫ জন হোম কোয়ারেন্টিনে আছেন। জেলা প্রশাসনের নির্দেশনায় তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, গতকাল বুধবার তারা ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে ৩ হাজার ৩০০ জনের তালিকা পেয়েছে। এই তালিকা ধরে বাকিদের হোম কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা নেওয়া হবে।
কেউ নির্দেশনা না মানলে আইন প্রয়োগের মাধ্যমে কোয়ারেন্টিন নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বাগেরহাট জেলা সদর হাসপাতালে ২০০টি এবং জেলা সদরের বাইরে ৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রত্যেকটিতে ১০০ শয্যা বিশিষ্ট আইসোলেশন ইউনিট খোলা হয়েছে।
তিনি আরও জানান, সার্বিক পরিস্থিতি তদারকির জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে ১১ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। ডাক্তার ও নার্স সমন্বয়ে র্যাপিড রেসপন্স টিম প্রস্তুত আছে।
Comments