ভারতে রোববার থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ
করোনাভাইরাসের কারণে আগামী ২২ মার্চ থেকে এক সপ্তাহ সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত।
আজ বৃহস্পতিবার দেশটির করোনাভাইরাস পর্যবেক্ষণে গঠিত গ্রুপ অব মিনিস্টারসের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থার ডিরেক্টর জেনারেলের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, এতে অন্তত ৩০০টি ফ্লাইটের ওপর প্রভাব পড়বে।
এর আগে ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক ও যুক্তরাজ্য থেকে ভারতের ফ্লাইট নিষিদ্ধ করেছিল সংস্থাটি। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান ও কুয়েত ট্রানজিট হয়ে ভারতে প্রবেশ করা যাত্রীদের জন্য ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনের নির্দেশ দেওয়া হয়েছিল।
বৈঠকে করোনাভাইরাসের বিস্তার রোধে জরুরি সেবা ছাড়া সব বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদেরকে বাড়ি থেকে কাজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
জনপ্রতিনিধি, চিকিৎসক ও সরকারি কর্মচারী ছাড়া ৬৫ বছরের বেশি বয়সের ব্যক্তি এবং ১০ বছরের কম বয়সী শিশুদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
শিক্ষার্থী, রোগী এবং প্রতিবন্ধী ব্যক্তি ছাড়া অভ্যন্তরীন রুটে উড়োজাহাজ ও রেলে ভ্রমণের সব ধরনের ছাড় স্থগিত করেছে ভারত সরকার।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৯৭ এবং মারা গেছেন চার জন।
Comments