বাংলাদেশের দুই ক্রিকেটার বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে
বিদেশ থেকে দেশে ফিরলেই যেতে হবে ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে। সরকারের এই কড়া নির্দেশে অস্ট্রেলিয়া থেকে ফিরেই হোম কোয়ারেন্টিনে যেতে হয়েছে বাংলাদেশের দুই ক্রিকেটার সাদমান ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরীকে।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে হাতের অস্ত্রোপচার করাতে গিয়েছিলেন সাদমান ও মৃত্যুঞ্জয়। গত মঙ্গলবার রাতে দেশে ফেরত আসেন তারা। বিমানবন্দরে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থায় প্রক্রিয়া সেরে দুজনকেই পাঠিয়ে দেওয়া হয়েছে নিজ নিজ বাড়িতে।
সাদমান আছেন ঢাকার বাসায়। মৃত্যুঞ্জয় চলে গেছেন সাতক্ষীরায় তার গ্রামের বাড়ি। সেখান থেকেই দ্য ডেইলি স্টারকে জানালেন বাড়িতে পৃথক বাসের খবর, ‘আমি আর সাদমান ভাই একসঙ্গে ফিরেছি। এখন সরকার নির্দেশ দিয়েছে, আমাদের তো মানতে হবে। সতর্ক থাকতে হবে এই সময়ে। মঙ্গলবার থেকে হিসেব করে ১৪ দিন তাই ঘরে থাকব।’
সাদমান, মৃত্যুঞ্জয়ের অস্ত্রোপচার তদারকি করতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন বিসিবির চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী। তিনি ফিরেছেন আগেই। ফিরেই তিনিও নিজেকে হোম কোয়ারেন্টিনে রেখেছেন। এছাড়া বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদও বিদেশ থেকে ফেরার পর নিজেকে বাকি সবার থেকে আলাদা করে রেখেছেন।
১৪ দিনের কোরেন্টিনে থেকে তাদের শরীরে কোন উপসর্গ দেখা না দিলে তারা প্রত্যেকেই স্বাভাবিক চলাচল করতে পারবেন।
Comments