বিমানবন্দর থেকে মালয়েশিয়াফেরত একজন হাসপাতালে
শরীরে জ্বর থাকায় মালয়েশিয়া থেকে ফেরা একজনকে বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হেলথ ডেস্কের চিকিৎসক জহিরুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে জানান, গতরাত একটার দিকে ওই প্রবাসী বিমানবন্দরে নামেন। শরীরের তাপমাত্রা বেশি থাকায়, তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এই নিয়ে শরীরের তাপমাত্রা বেশি থাকায় গত ৪৮ ঘণ্টায় বিদেশ থেকে আসা ১০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল সন্ধ্যায় সৌদি আরব থেকে ফেরা দুজনকেও একই কারণে হাসপাতালে পাঠানো হয়েছিল।
Comments