বনানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
রাজধানী ঢাকার বনানী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মনির হোসেন (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। বনানী থানার উপপরিদর্শক ফজলে ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, রাস্তা দিয়ে হাঁটার সময় সেতু ভবনের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ওই যুবক আহত হন। পুলিশ আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মনির হোসেনের বাড়ি নীলফামারী জেলায়। তার বাবার নাম হাবিবুর রহমান। ঢাকায় মনির পূর্ব নাখালপাড়ায় বসবাস করতেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। পুলিশ দুর্বৃত্তকে ধরার চেষ্টা করছে।
Comments