আগামীকাল থেকে প্রেসক্লাবের সব কার্যক্রম বন্ধ

করোনাভাইরাসের সতর্কতার অংশ হিসেবে আগামীকাল শনিবার থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সব কার্যক্রম বন্ধ থাকবে। আজ শুক্রবার এ সিদ্বান্তের কথা জানিয়েছে প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি।
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সতর্কতার অংশ হিসেবে আগামীকাল শনিবার থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সব কার্যক্রম বন্ধ থাকবে। আজ শুক্রবার এ সিদ্বান্তের কথা জানিয়েছে প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি।

বিষয়টি নিশ্চিত করে প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সচিব মাইনুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ সকালে জরুরি বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Comments

The Daily Star  | English

$800m repayment to Russia in limbo

About $809 million has piled up in a Bangladesh Bank escrow account to repay loans and interest for the Russia-funded Rooppur Nuclear Power Plant.

11h ago