ছানাদের আগলে আছে মা বাঘটি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে থাকা একটি মেছোবাঘ দুটি ছানার জন্ম দিয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ছানা দুটির জন্ম হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক সজল দেব।
তিনি বলেন, বাচ্চা ও বাঘিনী ভালো আছে। পুরুষ সঙ্গীর আক্রমণ থেকে বাঁচাতে আমরা বাঘিনী ও ছানা দুটিকে আলাদা করে রেখেছি।
সজল দেব আরও বলেন, এক বছর আগে বাঘটি দুটি বাচ্চা দিয়েছিল। সে সময় পুরুষ সঙ্গীর আক্রমণে একটি ছানা মারা যায়। প্রায় ১০ বছর আগে শ্রীমঙ্গলের হাইল হাওড় এলাকায় স্থানীয়দের হাতে মেছোবাঘটিকে ধরা পড়ে। সেখান থেকে শাবকটিকে উদ্ধার করে সেবা ফাউন্ডেশনে নিয়ে আসা হয়। আমাদের যত্নেই মেছোবাঘটি বেড়ে ওঠে। তিন বছর আগে প্রথম দুটি বাচ্চার জন্ম দেয়।
কোনো খাঁচায় নতুন প্রাণীর জন্ম হলে অনেকে ভিড় করে ছবি তোলেন। করোনাভাইরাসের সংক্রমণ রোধের অংশ হিসেবে কয়েকদিন থেকে আমরা দর্শনার্থীদের প্রবেশ পুরোপুরি বন্ধ রেখেছি, বলেন তিনি।
Comments