বিমানের ব্যাংকক ফ্লাইট অনির্দিষ্টকালের জন্যে স্থগিত
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাংকক ফ্লাইট আজ থেকে অনির্দিষ্টকালের জন্যে স্থগিত করা হয়েছে।
বিমানের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন।
করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়ায় বিমান এর ১৭টি রুটের মধ্যে ১৫টি স্থগিত ঘোষণা করেছে।
এখন শুধুমাত্র যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার শহরে বিমান ফ্লাইট পরিচালনা করছে।
বিমান সূত্র জানিয়েছে, গত দেড় মাসে জাতীয় সংস্থাটি প্রায় ৩০০ কোটি টাকা লোকসান দিয়েছে।
Comments