‘কোয়ারেন্টিন এড়াতে প্রবাসীরা তথ্য গোপন করছেন’
চলতি মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২৪৩ জন প্রবাসী রাঙ্গামাটিতে এসেছেন। এদের মধ্যে হোম কোয়ারেন্টিনে আছেন মাত্র ৩০ জন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, কোয়ারেন্টিন এড়াতে প্রবাসীরা তথ্য গোপন করছেন।
রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা দ্য ডেইলি স্টারকে বলেন, সামগ্রিক স্বার্থ বিবেচনা না করে কোয়ারেন্টিন এড়াতে প্রবাসীরা তথ্য গোপন করছেন। তারা যেমন নিজেরা ঝুঁকিতে আছেন— তাদের পরিবারের সদস্য ও সংস্পর্শে আসা ব্যক্তিদেরও চরম ঝুঁকিতে ফেলেছেন।
রাঙ্গামাটিতে গত ১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত ২৪৩ জন প্রবাসী রাঙ্গামাটিতে ফিরেছেন বলে জানিয়েছে জনশক্তি বিভাগ। এ প্রসঙ্গে জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ দ্য ডেইলি স্টারকে বলেন, ইমিগ্রেশন বিভাগ থেকে একটি তালিকা আমাদের হাতে এসেছে। তাদের তথ্য আমরা সংগ্রহ করছি। ইতোমধ্যেই সবগুলো উপজেলায় সেই তালিকা পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ছুফিউল্লাহ বলেন, বিদেশ থেকে ফিরেও যারা আত্মগোপন করে আছেন, তাদের তথ্য সংগ্রহ করার জন্য গোয়েন্দা সংস্থা কাজ করছে।
Comments