বাংলাদেশের সবাইকে সতর্ক থাকার আহ্বান জেমি ডের

বৈশ্বিক মহামারির উদ্বেগজনক পরিস্থিতিতে বাংলাদেশের জন্যও দুশ্চিন্তা বাড়ছে ডের। তাই বাংলাদেশের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
jamie day
ছবি: সংগৃহীত

জাতীয় দলের খেলা না থাকলে পরিবারের সঙ্গে সময় কাটাতে প্রায়ই ইংল্যান্ড যান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। এবারও গিয়েছেন। কিন্তু পরিবারের সঙ্গে সময়টা এবার তেমন ভালো কাটছে না তার। কারণ বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বৈশ্বিক মহামারির উদ্বেগজনক পরিস্থিতিতে বাংলাদেশের জন্যও দুশ্চিন্তা বাড়ছে ডের। তাই বাংলাদেশের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের সবার উদ্দেশে দেওয়া বার্তায় জেমি লিখেছেন, ‘প্রিয় বাংলাদেশের মানুষ, এ যন্ত্রণাময় সময়ে স্টুয়ার্ট (ওয়াটকিস, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সহকারী কোচ) এবং আমি আমাদের সমর্থকদের উদ্দেশে কিছু বার্তা দেওয়া প্রয়োজন বলে মনে করছি।’

‘সামনের মাসগুলো আমাদের জন্য বিরাট পরীক্ষার। এ সমস্যা থেকে উত্তরণের জন্য জাতি হিসেবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। দয়া করে স্বাস্থ্যবিষয়ক সকল নিয়ম মেনে সতর্ক থাকুন। এই ভাইরাসের বিস্তার ঠেকাতে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করুন এবং অন্যান্য ব্যক্তি যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, তাদের রক্ষা করতে সহায়তা করুন।’

‘বাংলাদেশের মানুষদের এখন একযোগে প্রার্থনা ও কাজ করতে হবে। নিজেদের রক্ষা করতে এখন আমাদের ভিন্ন ভাবে একত্রিত হতে হবে। এর অর্থ এই গুরুত্বপূর্ণ সময়ে আলাদা থাকতে একসঙ্গে কাজ করা- সামাজিক দূরত্বই এখন মূল বিষয়।’

‘এই মহান জাতি নিজেদের আত্ম শৃঙ্খলা বজায় রাখতে দক্ষ এবং ভিন্ন একটি কারণে এখনই এটা অনুশীলন করার আদর্শ সময়। আমার পূর্ণ বিশ্বাস আছে যে, আপনারা এটা করতে পারবেন।’

‘জাতীয় দলসহ সকল ধরনের ফুটবল আটকে আছে, তবে যখন এটা আবার ফেরার মতো পরিবেশ তৈরি হবে, তখন আমি আবার দলকে নেতৃত্ব দিতে গর্ব বোধ করব।’

‘এই সময়ে আমরা আপনার সুস্বাস্থ্য কামনা করছি ও আপনাকে ভালোবাসা জানাচ্ছি এবং বাংলাদেশের মানুষের জন্য প্রার্থনা করছি।’

উল্লেখ্য, সারা বিশ্বের মতো বাংলাদেশেও প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। আজ শুক্রবারও আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে তিন জন। তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক, রয়েছেন আইসিইউতে। সবমিলিয়ে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২০ জন। কয়েকদিন আগে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক ব্যক্তি।

Comments

The Daily Star  | English

Six killed in Cox’s Bazar landslides amid relentless rain

453mm of rain recorded in 24 hours as many areas of seaside town inundated

3h ago