আতঙ্কের মধ্যেও চট্টগ্রামে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণের আয়োজন
করোনাভাইরাস আতঙ্কের মধ্যেও প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণের আয়োজন করেছে চট্টগ্রাম নির্বাচন কমিশন।
অথচ একই সময়ে করোনাভাইরাস রোধে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্রীড়া অনুষ্ঠান, সামাজিক, ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার।
আজ শুক্রবার থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ শেষ হবে আগামী ২৮ মার্চ।
এর আগে, শিক্ষকরা নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি জানালেও কর্তৃপক্ষ সেই দাবি মানেনি। তাই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষকরা।
দ্য ডেইলি স্টারকে কয়েকজন শিক্ষক জানান, ‘সরকারি কর্মচারি হওয়ায় আমাদের এই নির্দেশ মেনে চলতে হবে। পরিবারের সদস্যরা আমাদের নিয়ে চিন্তিত।’
এক শিক্ষক বলেন, ‘আমরা বিষয়টিকে নিয়তি হিসেবে মেনে নিয়েছি।’
চট্টগ্রামের নির্বাচন অফিসের সহকারী রিটার্নিং অফিসার মুনির হোসেন বলেন, ‘শুক্রবার সকালে প্রশিক্ষণ শুরু হবে এবং শেষ হবে বিকাল পাঁচটায়। আগামী ২৮ শে মার্চ পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে। এতে মোট ১৬ হাজার অফিসার অংশ নিবেন।’
Comments