করোনাভাইরাস: হংকংয়ে আরেকটি কুকুর আক্রান্ত
হংকংয়ে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির পোষা কুকুরও ভাইরাসে আক্রান্ত হয়েছে।
হংকংয়ের প্রাণী কল্যাণ কর্তৃপক্ষের বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি দুই বছর বয়সী জার্মান শেফার্ডটি পালতেন। কুকুরের মালিক প্যারিস ও লন্ডন ভ্রমণ করে গত ৬ মার্চ হংকং আসেন। গত বুধবার তার কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়।
তার পোষা চার বছরের আরেকটি মিশ্র-জাতের কুকুরের সঙ্গে নতুন আক্রান্ত শেফার্ডটিকেও সরকারি ব্যবস্থায় কোয়ারেন্টিনে নেওয়া হয়। পরে কুকুর দুটির শরীরের নমুনা পরীক্ষায় জার্মান শেফার্ডটির করোনাভাইরাস নিশ্চিত করা গেছে।
বর্তমানে কুকুর দুটিকে পর্যবেক্ষণ রাখা হয়েছে। তাদের দেহে কোভিড-১৯ এর লক্ষণ নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও সংরক্ষণ অধিদফতরের (এএফসিডি) এক মুখপাত্র।
মার্চের শুরুর দিকে ১৭ বছর বয়সী পোমেরানিয়ান কুকুরের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। এটিই ছিল প্রথম কোনো কুকুরের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি। গত সোমবার কুকুরটি মারা যায়।
Comments