কিটস আনার ব্যবস্থা করছি, ১০ হাজার যে কোনো সময় চলে আসবে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, ‘আমাদের যারা প্রবাসী আছেন, সজাগ হোন। দেশে আসা আপাতত পেছান। প্রতিটি দেশের সঙ্গে আলোচনা হয়েছে। যদি ভিসা শেষ হয়ে যায়, সেটা এক্সটেনশন করে দেবে।’
আজ শনিবার দুপুরে রাষ্ট্রীয় ভবন পদ্মায় ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নতুন করে ভিসা এক্সটেন্ড করবে। আমাদের কিটস নাই, ইকুইপমেন্ট নাই। আমরা আনার ব্যবস্থা করেছি। চীনকে বলে রেখেছিলাম। ১০ হাজার কিটস ও ১০ হাজার প্রটেকটিভ ইকুইপম্যান্ট রেডি আছে। যে কোনো সময় চার্টার্ড ফ্লাইটে এগুলো চলে আসবে। কিছু বেসরকারি কোম্পানিও এগুলো আনার চেষ্টা করছে। প্রয়োজনে চার্টার্ড ফ্লাইটে সেগুলো নিয়ে আসবো। অ্যাসেনশিয়াল সার্ভিসের ছুটি বাতিল করা হয়েছে।’
‘জনগণকেও সজাগ হতে হবে। সবাই মিলে এটি মোকাবিলা করতে হবে’, যোগ করেন তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অ্যাসেনশিয়াল সার্ভিস মানে পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারী, পররাষ্ট্র মন্ত্রণালয়, মাঠ পর্যায়ে যারা কাজ করেন, চিকিৎসক, নার্স, প্রত্যেকেরটাই অ্যাসেনশিয়াল সার্ভিস। তাদের ছুটি এ মুহূর্তে বন্ধ করে দিয়েছে সরকার।’
তিনি আরও বলেন, ‘আমাদের দেশে মাত্র ২০ জন আক্রান্ত হয়েছেন। আমরা যদি ঠিক মতো প্রটেকটিভ মেজার নেই, তাহলে আমার মনে হয় এটা বাংলাদেশে ছড়াবে না।’
Comments