বাংলাদেশকে বিনামূল্যে টেস্ট কিট, মাস্ক, স্যুট দেবে আলিবাবা
করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশসহ ১০টি দেশে টেস্ট কিট, মাস্ক, প্রোটেকটিভ স্যুট, ভেন্টিলেটার ও থার্মোমিটার বিনামূল্যে বিতরণ করবেন ট্রেডিং সাইট আলিবাবা ডট কমের প্রতিষ্ঠাতা জ্যাক মা। শনিবার, টুইটে একথা জানান তিনি।
এশিয়ার অন্যতম ধনী জ্যাক মা জানান, বাংলাদেশ, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলংকায় ১৮ লাখ মাস্ক, ২ লাখ ১০ হাজার টেস্ট কিট, ৩৬ হাজার প্রোটেকটিভ স্যুট, ভেন্টিলেটর ও থার্মোমিটার দিবে আলিবাবা।
টুইটে তিনি বলেন, ‘এশিয়ার ১০টি দেশে প্রয়োজনীয় সামগ্রীগুলো দ্রুত পৌঁছে দেওয়া হয়তো সহজ হবে না। কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে।’
এর আগে তিনি যুক্তরাষ্ট্রে পাঁচ লাখ টেস্টিং কিট ও ১০ লাখ মাস্ক পাঠিয়েছিলেন।
রয়টার্সকে তিনি বলেন, ‘এ ধরনের জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।’
Comments