কোয়ারেন্টিন নিশ্চিতে মাঠে থাকবে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত
করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
এর মধ্যে যাদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, হোম কোয়ারেন্টিনের বিধি নিষেধ মানা হচ্ছে কিনা পর্যবেক্ষণে নিজ নিজ এলাকার কাউন্সিলরকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি করা হবে।
রাজধানীর উত্তরায় একটি কমিউনিটি সেন্টারে ডিএনসিসির প্যানেল মেয়র জামাল মোস্তফার সভাপতিত্বে এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে ডিএনসিসির নতুন মেয়র আতিকুল ইসলাম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা হোম কোয়ারেন্টিন বিধি মানবেন না প্রয়োজনে তাদের জরিমানা অথবা বাড়ি সিলগালা করে দেবে ভ্রাম্যমাণ আদালত।
Comments