কলকারখানা চালু রাখার সিদ্ধান্ত
দেশে করোনাভাইরাস নিয়ে সতর্কতার মধ্যেই কলকারখানা চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ শনিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান-এর সভাপতিত্বে সরকার, মালিক ও শ্রমিক ত্রিপক্ষীয় সভায় এই সিদ্ধান্ত হয়।
পরবর্তীতে পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৈশ্বিক অবস্থা বিবেচনায় ক্রেতারা ইতোমধ্যে অনেক ক্রয়াদেশ বাতিল করেছেন বলে সভায় মালিক পক্ষ থেকে জানানো হয়। এতে উৎপাদন এবং রপ্তানিতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কারখানা পর্যায়ে শ্রমিকদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের কোন লক্ষণ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর জানিয়েছে।
সভায় শ্রমিকদের করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। বৈশ্বিক এই মহামারি মোকাবেলায় মালিক-শ্রমিক সবাইকে নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। বিশেষ করে কারখানায় শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ করার জন্য মালিকপক্ষকে বলা হয়েছে।
কেভিড-১৯ ভাইরাস সংক্রমণ রোধে ইতোমধ্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর থেকে সব কারখানায় চিঠি দেয়া হয়েছে বলেও জানানো হয়েছে।
Comments