১৬ হাজার ভোট পেয়ে ঢাকা-১০ এ আ. লীগ প্রার্থীর জয়

নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আওয়ামী লীগের প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন। ছবি: সংগৃহীত

করোনাভাইরাস আতঙ্কের মধ্যে অনুষ্ঠিত ঢাকা-১০ আসনের উপনির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি ১৫ হাজার ৯৫৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রবিউল আলম পেয়েছেন ৮৪১ ভোট।

নির্বাচনের ফল বর্জনের ঘোষণা দিয়েছেন শেখ রবিউল আলম। বিএনপির পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, অনেককেই কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন তিনি।

শনিবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা জিএম শাহতাব উদ্দিন বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

ঢাকা ১০ আসন (ধানমন্ডি ও লালবাগ) এর ১১৭টি কেন্দ্রে মোট তিন লাখ ২১ হাজার ২৭৫ জন ভোটারের মধ্যে মাত্র ৫ দশমিক ২৮ শতাংশ ভোটার নির্বাচনে ভোট দিয়েছেন। বিজয়ী প্রার্থী পেয়েছেন মোট ভোটারের ৪ দশমিক ৯৭ শতাংশের ভোট।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, ‘দুপুর আড়াইটা পর্যন্ত ঢাকা ১০ আসনের উপনির্বাচনে প্রায় ৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। এক জন ভোটার ভোট দিলেও সেটা অংশগ্রহণমূলক নির্বাচন।’

তিনি আরও বলেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ জাল ভোট প্রদানের সুযোগ নেই বলে ভোট কম পড়েছে।’

Vote-1.jpg
ভোট কক্ষের ভেতর পোলিং অফিসাররা গল্পগুজব করে অলস সময় পার করছেন, কেউ সংবাদপত্র পড়ছেন, কেউ খাচ্ছেন। ছবি: স্টার

উপনির্বাচনে ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দ্য ডেইলি স্টার এর নিজস্ব সংবাদদাতা বিকেল ৪টা পর্যন্ত ১০টি ভোটকেন্দ্র পরিদর্শন করে সবগুলো কেন্দ্রেই ভোট প্রদানের হার ২ শতাংশেরও কম বলে জানান। 

নির্বাচন পর্যবেক্ষক সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, আমার জানামতে, বাংলাদেশে এইটাই জাতীয় পর্যায়ে সবচেয়ে কম ভোটের নির্বাচন।

করোনাভাইরাসের আতঙ্কের পাশাপাশি ভোটারদের অনাগ্রহের কারণেই কম ভোটা পড়েছে বলে উল্লেখ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Trump announces a US trade deal with Vietnam

US would set rates on many Vietnamese exports at 20%; US cars may get preferential access to Vietnam's market.

32m ago