‘মা’ দিবসে মায়ের সঙ্গে দেখা না করার অনুরোধ জনসনের
যুক্তরাজ্যে আজ ২২ মার্চ ‘মা’ দিবস পালিত হচ্ছে। সবাইকে এদিন মায়ের সঙ্গে দেখা না করার অনুরোধ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।
আজ রোববার ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় এ অনুরোধ করেন তিনি। মায়ের সঙ্গে দেখা না করে ফোনে বা অনলাইনে যোগাযোগের পরামর্শ দেন জনসন।
তিনি বলেন, ‘পরিসংখ্যান অনুযায়ী বয়স্ক মায়েদের সংক্রমিত হওয়া ও মৃত্যুর ঝুঁকি বেশি। আমি এসব মায়েদের নিয়ে শঙ্কিত।’
তিনি আরও বলেন, ‘ইতালির উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকতেও তারা ভাইরাস মোকাবিলায় হিমশিম খেয়ে যাচ্ছে। তাদের মৃত্যুর সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। এখন আমরা একসঙ্গে কাজ না করলে আমাদেরও একই অবস্থা হওয়ার সম্ভাবনা বেশি।’
Comments