বিমানবন্দর থেকে ৩ জন হাসপাতালে
শরীরের তাপমাত্রা বেশি থাকায় বিদেশফেরত তিন জনকে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান। আজ রবিবার দুপুরে বিমানবন্দরে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তৌহিদ উল আহসান বলেন, শরীরের তাপমাত্রা বেশি থাকায় তিন জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বিভিন্ন ফ্লাইটে তারা দেশে এসেছেন। আমাদের যে ব্যবস্থাপনা সেটা চালু আছে। স্বাস্থ্য বিভাগ যদি মনে করেন কোনো ব্যক্তিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো দরকার, তাদের সেনাবাহিনীর হাতে দেওয়া হচ্ছে। সে ক্ষেত্রে হজ ক্যাম্প ও দিয়াবাড়িতে কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে যুক্তরাজ্য, চীন, হংকং ও ব্যাংকক ছাড়া সব দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।
Comments