সার্ক তহবিলে বাংলাদেশ দিবে ১৫ লাখ ডলার
দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের করোনাভাইরাস প্রতিরোধে গঠিত জরুরি তহবিলে ১৫ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন টেলিফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা করোনা প্রতিরোধ তহবিলে ১৫ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। ইতোমধ্যে এ বিষয়ে সার্ক সচিবালয়ে কথা হয়েছে।’
গত দুই দিনে আফগানিস্তান ও নেপাল ১০ লাখ ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এছাড়াও, মালদ্বীপ ২ লাখ ডলার ও ভুটান ১ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
পাকিস্তান ও শ্রীলঙ্কা এখনো কোনো প্রতিশ্রুতির কথা ঘোষণা দেয়নি।
১৫ মার্চ সার্ক দেশগুলোর প্রধানদের ভিডিও কনফারেন্সের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা প্রতিরোধে তহবিল গঠনের প্রস্তাব দেন। সেসময় তিনি প্রাথমিকভাবে ১০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেন।
তিনি করোনা প্রতিরোধে ভারতের অভিজ্ঞতা ও সমর্থন সদস্য দেশগুলো সঙ্গে শেয়ার করার কথা বলেন। নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশে চিকিৎসা উপকরণ সরবরাহের জন্যে তহবিল থেকে ১০ লাখ ডলার দেওয়ার কথা বলেন।
Comments