এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ স্থগিত
করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ রবিবার ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রবেশপত্র বিতরণ আগামী ২৮ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। বোর্ডের অধীনে সব শিক্ষা প্রতিষ্ঠানে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষা পেছানো হবে কি না সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নিতে বলা হয়েছে।
আগামী ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা।
Comments