কোয়ারেন্টিন অমান্য

সৌদিফেরত একজনকে ১০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জের ঘিওরে আজ রোববার (২২ মার্চ, ২০২০) হোম কোয়ারেন্টিন না মানায় সৌদিফেরত একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

মানিকগঞ্জে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে না থাকায় সৌদি আরব থেকে আসা একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার মানিকগঞ্জের ঘিওরে এ জরিমানা করা হয়।

সৌদি আরব থেকে সম্প্রতি দেশে ফিরেছিলেন ওই ব্যক্তি। তার বাড়ি ঘিওর উপজেলার বানিয়াজুরি বাজার এলাকায়।

এছাড়াও বেশি দামে নিত্যপণ্য বিক্রির দায়ে বানিয়াজুরি বাজারের তিন দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার।

 

Comments

The Daily Star  | English
Fuel prices cut

Fuel prices cut by Tk 1 per litre

Tk 104 for diesel and kerosene, Tk 121 for petrol, and Tk 125 for octane

21m ago