খিলগাঁওয়ে নিজবাসা থেকে নারীর মরদেহ উদ্ধার
রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ার একটি ভবন থেকে আমেনা (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, নয় বছরের ছেলেকে নিয়ে একটি ভবনের পাঁচ তলায় ভাড়া থাকতেন আমেনা। তিন মাস আগে স্বামীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছিল। মায়ের মরদেহ দেখে আশেপাশের সবাইকে খবর দেয় আমেনার ছেলে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য আমেনার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Comments