বিনা শুল্কে করোনা সংক্রান্ত চিকিৎসা সামগ্রি আমদানির সুযোগ
করোনাভাইরাস পরীক্ষার টেস্ট কিট ও সংশ্লিষ্ট চিকিৎসা সরঞ্জাম ও কাচামাল আমদানির ক্ষেত্রে সব ধরনের কর অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩০ জুন পর্যন্ত এ ধরনের পণ্য আমদানিতে এই সুবিধা কার্যকর থাকবে।
হ্যান্ড স্যানিটাইজারের এলকোহল, তিন ধরনের কোভিড-১৯ টেস্ট কিট, তিন স্তরের সার্জিক্যাল মাস্ক, সংক্রমণ প্রতিরোধী বিশেষ পোশাক, সুরক্ষার সরঞ্জামসহ মোট ১২ ধরণের পণ্য আমদানিতে এই সুবিধা পাওয়া যাবে। এসব পণ্য আমদানি করার ক্ষেত্রে আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, ভ্যাট, আগাম কর, অগ্রিম আয়কর দিতে হবে না।
আজ জাতীয় রাজস্ব বোর্ড থেকে জারি করা প্রজ্ঞাপনে এই ঘোষণা দেওয়া হয়েছে।
Comments