শীর্ষ খবর

চার মাসের বকেয়া গ্যাস বিল জুনে দেওয়া যাবে

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে আবাসিক গ্রাহকের গ্যাস বিল পরিশোধে নির্ধারিত সময়সীমা শিথিল করা হয়েছে।
 gas_burner.jpg
স্টার গ্রাফিক্স

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে আবাসিক গ্রাহকের গ্যাস বিল পরিশোধে নির্ধারিত সময়সীমা শিথিল করা হয়েছে।

ফেব্রুয়ারি থেকে মে মাসের গ্যাস বিল আগামী জুন মাসের সুবিধাজনক সময়ে পরিশোধ করা যাবে। এজন্য গ্রাহককে অতিরিক্ত জরিমানা গুনতে হবে না।

আজ রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে নির্দেশনা দিয়েছে।

উপসচিব আকরামুজ্জামানের সই করা চিঠিতে জানানো হয়, গ্যাস বিল পরিশোধে বিপুল সংখ্যক গ্রাহক বিভিন্ন ব্যাংকে প্রায় একই সময়ে উপস্থিত হন। এ ধরনের উপস্থিতি করোনাভাইরাস সংক্রমণ দ্রুত ছড়ায়। আর তাই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Those who cannot accept Tarique as leader will come to polls: home boss

BNP leaders, who cannot accept the leadership of the party’s Acting Chairman Tarique Rahman, will take part in the upcoming election, said Home Minister Asaduzzaman Khan Kamal today

8m ago