করোনা নিয়ে গুজব: খাগড়াছড়িতে ৩ জন গ্রেপ্তার
করোনাভাইরাসে মৃত্যু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে খাগড়াছড়িতে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন জানান, গতকাল শনিবার দিঘিনালার সুজন দাস ও মিতু চৌধুরী এবং মানিকছড়ি থেকে আদিত্য ভট্টাচার্যকে আটক করা হয়।
তিনি বলেন, ‘খাগড়াছড়িতে হিল্লোল চাকমা নামে এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে, এমন গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল সুরক্ষা আইনে তাদের গ্রেপ্তার করা হয়।’
আজ বিকেলে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Comments