করোনা নির্দেশনা না মানায় গির্জার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দক্ষিণ কোরিয়া
করোনাভাইরাস মোকাবিলায় দক্ষিণ কোরিয়ার সরকারি নির্দেশনা না মানায় কয়েকটি প্রোটেস্ট্যান্ট গির্জার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী চুং সি-কিউন।
আজ সোমবার তিনি এ কথা বলেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম দ্য কোরিয়া হ্যারাল্ড।
দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় গির্জাগুলোকে সামাজিক দূরত্ব বাজায় রাখা, প্রার্থনায় অংশগ্রহণকারীদের তাপমাত্রা মাপাসহ সব ধরনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছিল।
কিন্তু, উত্তর সিউলের সারং জিলসহ কয়েকটি গির্জা এসব নির্দেশনা না মেনে ধর্মীয় কার্যক্রম চালু রাখে।
প্রধানমন্ত্রী চুং সি-কিউন বলেন, ভাইরাস সংক্রান্ত নির্দেশিকা উপেক্ষা করায় গির্জাগুলোর জনসমাগমের উপর সরকার আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে। এগুলো শুধু এখানে অংশ নেওয়া লোকদের ক্ষতি করেনি, তাদের সম্প্রদায়কেও হুমকির মুখে ফেলেছে।
তিনি আরও বলেন, আমরা একটি জরুরি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। এই অবস্থায় জনগণকে সরকারের নির্দেশ অমান্য করা উচিৎ নয়। যারা এসব নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দক্ষিণ কোরিয়ায় শিনচিওঞ্জি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে করোনাভাইরাস ছড়ানের পরে সম্প্রতি প্রোটেস্ট্যান্ট চার্চগুলোতে সংক্রমণের খবর পাওয়া গেছে।
আজ থেকে সিউলের গির্জাগুলোর উপর দুই সপ্তাহের প্রশাসনিক আদেশ জারি করা হয়েছে। আগামী ৫ এপ্রিল পর্যন্ত এগুলোতে সব ধরনের ধর্মীয় কার্যক্রম বন্ধ থাকবে।
Comments