চীনের আগে ‘অদ্ভুত নিউমোনিয়ার’ সন্ধান পেয়েছিল ইতালি
চীনের আগে গত নভেম্বরে ইতালিতে ‘অদ্ভুত নিউমোনিয়ার’ সন্ধান পাওয়া গিয়েছিল বলে ইউরোপের এক শীর্ষ চিকিত্সা গবেষক জানিয়েছেন।
মিলানের মারিও নেগ্রি ইনস্টিটিউট ফর ফার্মাকোলজিকাল রিসার্চের পরিচালক জিউসেপ্পে রেমুজি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য দেন।
গতকাল সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
জিউসেপ্পে রেমুজি বলেন, ‘নভেম্বর ও ডিসেম্বরের দিকে ইতালির চিকিৎসকরা অদ্ভুত ধরনের নিউমোনিয়ার সন্ধান পেয়েছিলেন। মারাত্মক ধরনের এই নিউমোনিয়ায় বৃদ্ধরা আক্রান্ত ছিলেন।’
গবেষকরা করোনভাইরাসের উত্স অনুসন্ধান করার সময় এ মন্তব্য করেন তিনি।
চীনের চিকিৎসক ঝং নানশান বলেছিলেন, ‘চীন থেকেই এই ভাইরাস ছড়িয়েছে।’
তবে, এটি আসলে কোথা থেকে ছড়িয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
রিমুজি বলেন, ‘সম্প্রতি এ বিষয়ে ইতালির চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন তিনি। তারাই এ তথ্য জানিয়েছে এবং সবার অজান্তেই এটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে।’
গত ২১ ফেব্রুয়ারি লম্বার্ডিতে স্থানীয়ভাবে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের পরে এখন পর্যন্ত ইতালিতে ৫৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ হাজার ৮৮৫ জন। অপরদিকে, চীনে আক্রান্তের সংখ্যা ৮১ হাজারের বেশি ও মারা গেছেন ৩ হাজার ২৬১ জন।
Comments