বেনাপোলে ২৭ মার্চ পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ
করোনাভাইরাসের বিস্তার রোধে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য লকডাউন করে দেওয়ায় আজ সোমবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।
আজ থেকে আগামী ২৭ মার্চ বিকাল ৫টা পর্যন্ত এই লকডাউন চলবে।
গতকাল রোববার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, লকডাউনের সময়ে কলকাতাসহ অন্য শহরগুলোতে আপদকালীন পরিষেবা বাদে বাকি সবকিছু বন্ধ হচ্ছে।
ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানিয়েছেন, রাজ্য সরকার কলকাতাসহ আশপাশের শহরগুলোতে ২৩ মার্চ থেকে ২৭ মার্চ লকডাউন ঘোষণা করায় আজ সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে গেছে।
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা নাসিদুল ইসলাম বলেন, ‘সকাল থেকেই দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ আছে। তবে এ বিষয়ে কোনো আদেশ আমি পাইনি।’
Comments