করোনাভাইরাস: কলকাতায় প্রথম মৃত্যু

ছবি: রয়টার্স

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের কলকাতায় একজন মারা গেছেন। রাজ্যে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। এনিয়ে ভারতে করোনাভাইরাসে ৮ জনের মৃত্যু হলো।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর সাড়ে ৩টার দিকে মারা যান দমদমের বাসিন্দা ৫৭ বছর বয়সী ওই ব্যক্তি। গত ১৬ মার্চ জ্বর ও কাশি নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তিনি কখনও দেশের বাইরে যাননি বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের সরকারি একটি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার।

কলকাতায় এ পর্যন্ত সাত জন করোনাভাইরাস আক্রান্তের খবর পাওয়া গেছে। গত সপ্তাহে প্রথমবারের মতো রাজ্যে করোনা রোগী শনাক্ত হয়।  



 

 

 

 

 

Comments

The Daily Star  | English

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

Now